ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আলোচিত যুবক অবশেষে জামিনে মুক্তি পেয়েছে। নির্বাচনের একদিন পর আজ বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করে।
মান্নার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানায়, বিকাল ৬টার দিকে সে ছাড়া পায়। এরপর সে নগরীর কালিবাড়ি রোডে মেয়র সেরনিয়াবাত সাবিদ আবদুল্লাহর বাসায় চলে যান। সেখান থেকেই ঢাকার উদ্দেশ্যে চলে যান সাদিক আবদুল্লাহর সাথে দেখা করতে। রইজ আহমেদ মান্না মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।