ডেস্ক রিপোর্ট: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের পর ভিন্ন প্রেক্ষিতে বিক্ষোভে নেমেছে বিএনপি কর্মিরা। এবার তারা বিক্ষোভে নেমেছে তাদের দলের একজন নেতা হয়ে নির্বাচনে অংশ নেয়া কামরুল আহসান রুপনের বিরুদ্ধে। দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় আজ দুপুরে রুপনের বিরুদ্ধে বিক্ষোভ করে এবং তার কুশপুত্তলিকা দাহ করে প্রকাশ্যে। রুপনকে বরিশালে অবাঞ্ছিত ঘোষনা করে।
আজ সকাল সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ করে দলের নেতাকর্মীরা। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিরা অংশ নেয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দলের সঙ্গে বেইমানি করে রুপন নির্বাচনে অংশ নিয়েছে। দলের নেতাকর্মীদের তাকে চিনে রাখতে হবে। তাকে বরিশাল থেকে বিতাড়িত করা হবে।
পরে কামরুল আহসান রুপনের ছবিতে অগ্নিসংযোগ করা হয়।
বরিশাল দক্ষিণ জেলা ছাত্রদলের সহসভাপতি সবুজ আকনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মুসফিকুল হাসান মামুন, যুবদল নেতা সাকলাইন, জেলা দক্ষিণ ছাত্রদল সহসভাপতি লিয়ন, নজরুল, যোবায়ের, আরিফ সিকদার, হাবিব সিকদার।