More

    বটতলা মসজিদের দোতলায় অজ্ঞাত নবজাতক উদ্ধার

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীর একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে এক ফুটের নবজাতককে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জুন) বিকেলে কোতোয়ালি মডেল থানা পুলিশ অজ্ঞাত শিশুটিকে তাদের হেফাজতে নেয়।

    বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সোমবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নবগ্রাম রোড সংলগ্ন বটতলা এলাকার বায়তুল মামুর জামে মসজিদের দ্বিতীয় তলায় খতিব ও মুয়াজ্জিন রফিকুল ইসলাম নবজাতককে দেখতে পান। পরে শিশুটির সঙ্গে কাউকে না পেয়ে বাড়িতে নিয়ে যান।

    মসজিদের খতিব ও মুয়াজ্জিন রফিকুল ইসলাম বলেন, “শিশু উদ্ধারের পরপরই পুলিশকে খবর দিয়েছি। তাদের পরামর্শে আজ বিকেলে শিশুটিকে হস্তান্তর করেছি। তবে শিশুটির কোনো আত্মীয় না থাকায় আমি ও আমার পরিবার দত্তক নিতে চাই। .

    তিনি আরও বলেন, “শিশু উদ্ধারের পর গত দুই দিন আমার স্ত্রী ও দুই মেয়ে তাকে দেখভাল করে। তাই আমার স্ত্রী ও সন্তানদের স্বার্থে আমরা সেই ৪-৫ দিনের শিশুটিকে দত্তক নিতে চাই। আমি পুলিশকেও জানিয়েছি।

    কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, শিশুটিকে আগৈলঝাড়ার ছোটমনি নিবাসের কাছে হস্তান্তর করা হয়েছে। কেউ দত্তক নিতে চাইলে নিয়ম অনুযায়ী সমাজসেবা বিভাগ ও আদালতের মাধ্যমে করতে হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লিবিয়ার জেলে রয়েছেন বরিশালের নিখোঁজ ৩৮ যুবক

    ইউরোপে ভালো জীবনের স্বপ্ন পূরণের আশায় সাগরপথে যাত্রা করা বরিশালের ৩৮ জন যুবকের খোঁজ মিলেছে লিবিয়ার কারাগারে। নিখোঁজ হওয়ার...