স্টাফ রিপোর্টার:বরিশালে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ জুন রবিবার সকাল ১০ টায় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই গণশুনানি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন’র কমিশনার (অনুসন্ধান) ড মোঃ মোজাম্মেল হক খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান, দুর্নীতি দমন কমিশন মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন, বরিশাল মেট্রোপলিটন’র পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাবেয়া খাতুনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনায় দুর্নীতি প্রতিরোধের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন পরে সাধারণ মানুষের অংশগ্রহণে উন্মুক্ত গণশুনানির অনুষ্ঠিত হয়।