ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকার সদরঘাটে এমভি ময়ুর-৭ নামের একটি লঞ্চে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রনে আনে। বেলা ১১টা ৫মিনিটে আগুন লাগার পর দুপুর ১২টা ২০মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন লাগার প্রকৃত কারন জানা যায়নি। আগুনে হতাহতের কোন খবর এখনও পাওয়া যায়নি। লঞ্চটি ঢাকা-চাঁদপুর রুটে চলাচল করতো।
অগ্নি দুর্ঘটনার শিকার লঞ্চের দোতলা থেকে প্রথমে আগুনের সূত্রপাত। প্রথমে ফায়ার সাভিসের সদরঘাট ইউনিট নিয়ন্ত্রনের কাজে যোগ দেয়। পরে সূত্রাপুর, নৌ ইউনিট, সদর দপ্তর সহ মোট ১৩টি ইউনিট নিয়ন্ত্রনের কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, লঞ্চের দ্বিতীয় তলায় আগুন লেগেছে বলে আজ বেলা ১১টায় খবর আসে। ১১টা পাঁচ মিনিটে ফায়ার সার্ভিসের ১ম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ১২টি ইউনিট যোগ দেয়।