আপোষহীন দেশ নেত্রী দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকে নিরব নিস্তব্ধ গলাচিপা পৌর শহর। বুধবার সকাল থেকেই পৌর শহরে দোকানপাট ছিল বন্ধ। অফিস আদালত সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও দোকানপাটে উড়ছে কালো পতাকাসহ অর্ধনমিত জাতীয় পতাকা।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শহরে তেমন লোকজনের দেখা মেলেনি। শহরের বিভিন্ন স্থানে উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর গভীর শোকাহতের কালো ব্যানার দেখা গেছে। আপোষহীন নেত্রীকে শোক বার্তা দিয়ে শোকাহত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা বিএনপিসহ বিভিন্ন পেশাজীবি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
উপজেলার মসজিদে মসজিদে সাধারণ মুসল্লিরা এবং বিভিন্ন মাদরাসায় খালেদা জিয়ার স্মরণে দোয়া মোনাজাত করা হয়েছে। উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার পরকালের মুক্তি ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতম, দুরুদ ও বিভিন্ন দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে।
বিশিষ্ট ব্যবসায়ী হাজী নোয়াব মিয়া ও পূর্ব বাজার ব্যবসায়ী মৎস্য সমিতির সভাপতি জাকির জানান, দেশ একজন অপূরণীয় অভিভবক হারিয়েছে। আমরা তাঁকে গভীর শ্রদ্ধা ও শোক জানিয়ে বিদায় দিনে ব্যবসায়ী প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রেখেছি।
