More

    আবারো সিন্ডিকেটের হাতে ডিম ও মুরগির বাজার

    অবশ্যই পরুন

    সংবাদ বিজ্ঞপ্তিতে সুমন হাওলাদার প্রান্তিক খামারি ও কর্পোরেটদের ডিম ও মুরগির উৎপাদন খরচের পার্থক্য এবং বাজার নিয়ন্ত্রণের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, প্রান্তিক পর্যায়ে প্রতিটি ডিমের উৎপাদন খরচ ১০ টাকা ৮৭ পয়সা থেকে ১১ টাকা এবং ব্রয়লার মুরগির উৎপাদন খরচ প্রতি কেজি ১৭০ থেকে ১৭৫ টাকা। অন্যদিকে কর্পোরেট ডিমের দাম ১০ টাকার কম এবং মুরগির দাম ১১৯ টাকা থেকে ১৩০ টাকা।

    কারণ বড় ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করে, তারা মোবাইল এসএমএসের মাধ্যমে দাম বাড়ায় ও কমায়। কৃষকদের পুঁজি ফেরত পেতে হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে গ্রুপ অব কোম্পানির ডিম ও মুরগি বাজারে এলে দাম বাড়ে, তারা দ্বিগুণ লাভ পায়। বর্তমানে বাজারে প্রতি ডজন খামারের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬৫ টাকায়।

    সুমন হাওলাদার বলেন, ফিড উৎপাদনকারীদের মধ্যেও সিন্ডিকেট রয়েছে। তারা নানা অজুহাতে খাদ্যের দাম বাড়ালেও আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারে কাঁচামালের দাম কমাতে চায় না।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীর দুমকীতে প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগর এর অভিযোগ সংবাদ সম্মেলনে

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধি : দুমকীর শ্রীরামপুর ইউনিয়নের চরবয়রায় হনুফা নুরআলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ঘর...