More

    জেলা প্রশাসকের বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শন, কারামুক্তিদের দিলেন সেলাই মেশিন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: বরিশালে জেলা প্রশাসক শহিদুল ইসলাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করে কারামুক্তিদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন।

    আজ ১৬ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০ টায় বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। কারা পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতি, সমাজসেবা অধিদপ্তর এবং বরিশাল কেন্দ্রীয় কারাগার এর আয়োজনে ৩ জন নারী কারামুক্তিদের মাঝে কারা ফটকে সেলাই মেশিন বিতরণ করেন । পরে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতির সভা অনুষ্ঠিত হয় সভায় বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন সদস্যরা। পরিশেষে জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম কমিটির সদস্যদের সাথে নিয়ে কারাগার পরিদর্শন করেন পরিদর্শন কালে কারাগারে আটক মায়েদের সাথে থাকা শিশুদের মাঝে চিপস, চকলেট এবং খেলনা বিতরণ করেন।

    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রুম্পা শিকদার, বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার রত্না রায়, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল এ.কে.এম. আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ বরিশাল এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, নারীনেত্রী প্রফেসর শাহ সাজেদা, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, সদস্য সুরভী গ্রুপ এন্ড কোম্পানির পরিচালক, রিয়াজুল কবীর, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ আরও অনেকে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আবারও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নি সংযোগের চেষ্টা

    পটুয়াখালীর ঝাউতলায় জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অগ্নি সংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনগত গভীর...