More

    বরিশালে বিভাগীয় পর্যায়ে শিশু এবং কিশোর-কিশোরীদের প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার:বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং এপিসি প্রোজেক্ট মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর আয়োজনে দিনব্যাপী বিভাগীয় পর্যায়ে শিশু এবং কিশোর-কিশোরীদের প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ ২২ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় বরিশাল সার্কিট হাউজে এই সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), এপিসি প্রকল্প ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এস এম লতিফ,বরিশালের বিভাগীয় উপ-পরিচালক স্বাস্থ্য ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল,বরিশালের বিভাগীয় ফিল্ড অফিস প্রধান (সিএফও), ইউনিসেফ বাংলাদেশ আনোয়ার হোসেন,বরিশাল জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ ও অংশগ্রহনকারী শিশু ও কিশোর-কিশোরীরা প্রমূখ। শুরুতে কর্মশালার উপরে প্রকল্পের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে সংক্ষিপ্ত এক আলোচনার অতিথিরা কর্মশালা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করে। পরিশেষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই...