More

    গণসংহতি আন্দোলনের ২১ বছর পূর্তিতে বরিশালে র‌্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার:গণসংহতি আন্দোলনের ২১ বছর পূর্তিতে বরিশালে র‌্যালি ও শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ।

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় নগরীর জেলা কার্যালয় থেকে বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতৃবৃন্দ বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিসংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পন করে।

    ভোটাধিকার ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগনের শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়ে এই র‌্যালি করেছে গণসংহতি আন্দোলন বরিশাল জেলার নেতৃবৃন্দ।

    এসময়ে উপস্থিত ছিলেন জেলা কমিটির সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, নির্বাহী সমন্বয়ক  আরিফুর রহমান মিরাজ, সহ নির্বাহী সমন্বয়ক রুবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা,  রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক হাছিব আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী সমিতির সংগঠক জালাল হাওলাদার, শ্যামলী আক্তার, হাজেরা বেগম সহ বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ।

    শ্রদ্ধা নিবেদন পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, গত ২০ বছরে জাতীয় সম্পদ রক্ষার লড়াই, গণতান্ত্রিক সংবিধান ও রাষ্ট্র কায়েমের লড়াই, আত্মমর্যাদা ও সার্বভৌমত্ব প্রশ্নে লড়াই, নারীর অধিকারের প্রশ্নে লড়াই, মুক্তিযুদ্ধের আকাক্ষার সাম্য-মানবিক মর্যাদা-সামাজিক ন্যায়বিচার কায়েমের লড়াইয়ে, শ্রমিক-কৃষকের ন্যায্য পাওনা আদায়ে আমরা লড়েছি। লড়াইয়ের এ পর্বে আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের সংগ্রামে সামিল আছি। আমরা মনে করি, এই লড়াই শুধুমাত্র আমাদের দলীয় সংগ্রামের বিষয় নয়, বাংলাদেশের ১৮ কোটি মানুষের লড়াই, বৃহত্তর ঐক্যের লড়াই। বর্তমান সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশের ১৪ কোটি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। রাষ্ট্রের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। তাই এবারের লড়াই জনগনের রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই। সরকার ও শাসনব্যবস্থা বদলের লড়াই। আসুন সবাই মিলে রাজপথে বৃহত্তর সংগ্রাম গড়ে তুলি এবং ফ্যাসিবাদের কবল থেকে দেশকে রক্ষা করি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঢাকায় ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার, জানা গেল পরিচয়

    রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহের পাশে ড্রামের ভেতর থেকে উদ্ধার করা খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের নাম...