More

    আন্তর্জাতিক গুম দিবসে “গুম হওয়া নেতৃবৃন্দের” সন্ধান চেয়ে বরিশালে বিএনপির সমাবেশ-মৌন মিছিল

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার:আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে ও সন্ধানের দাবিতে বরিশালে মৌন মিছিল- সমাবেশ করেছে বিএনপি।

    আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বরিশাল মহানগর ও উত্তর জেলা বিএনপি সকাল সাড়ে ১০ টায় বরিশাল নগরী সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে ও সন্ধানের দাবিতে সমাবেশ করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড.মীর জাহিদুল কবির জাহিদ, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোঃশহিদুল্লাহ্,মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ্যাড.আলী হয়দার বাবুল,যুগ্ম-আহ্বায়ক জিয়া উদ্দীন শিকদার প্রমুখ। সমাবেশে অংশ নেয় যুবদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল,ছাত্রদল,মহিলা দল,কৃষক দল ও জিয়া মঞ্চের নেতৃবৃন্দ।

    সমাবেশে বক্তারা গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী,বরিশালের ছাত্রদল নেতা ২ ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খান সহ-সারা দেশে গুম হওয়া ব্যাক্তিদের সন্ধান চেয়েছে ও পরিবারারের কাছে ফিরিয়ে দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

    সমাবেশ শেষে নেতৃবৃন্দ গুম হওয়া ব্যাক্তিদের শ্মরনে বরিশাল নগরীতে মৌন মিছিল বের করে। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়।

    একই দাবিতে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাবেশ করেছে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি। সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.আবুল কালাম শাহীন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড.এনায়েত হোসেন বাচ্চু, বিএনপি নেতা ওয়াহিদুল ইসলাম প্রিন্স, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি এ্যাড.এইচ,এম তসলিম উদ্দীন ,বরিশাল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল ইসলাম সাবু প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠি-২ আসনে উৎসব মুখর পরিবেশে মনোনয়পত্র দাখিল করেছন প্রার্থীরা

    হাসান আরেফিন,নলছিটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঝালকাঠি-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। উৎসব মুখর পরিবেশে...