স্টাফ রিপোর্টার:বরিশাল মহানগর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬ তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করেছে। আজ ৩ রা সেপ্টেম্বর রবিবার বিকেল ৫ টায় বরিশাল নগরীর বিএনপির দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব এ্যাড.মীর জাহিদুল কবির জাহিদ, যুগ্ম-আহ্বায়ক মাকসুদুর রহমান, সদস্য আ.ন.ম সাইফুল হাসান আজিম, মুসা কাজল, শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদ, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড.মাজহারুল ইসলাম জাহান,ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরদ্ধে দায়ের করা মামলা ষড়যন্ত্রমূলক দাবি করেন। নেতৃবৃন্দ দাবি করেন সরকার বিএনপিকে গনতান্ত্রিক পদ্ধতিতে হারাতে না পেরে দলের চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ-সিনিয়র নেতৃবৃন্দের নামে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাদের রাজনৈতিক অঙ্গন থেকে দূরে রাখার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় ও চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ- দলীয় নেতৃবৃন্দের দ্বীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করেন।
