স্টাফ রিপোর্টার:জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা জাতীয় পার্টির আহবায়ক সিটি কাউন্সিলর এডভোকেট এ কে এম মুরতজা আবেদীন এর উপর হামলার প্রতিবাদে ও বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় পার্টি বরিশাল জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। আজ ৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল মহানগর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক এ.কে.এম মোস্তফা। সংবাদ সম্মেলনে এ.কে.এম মোস্তফা বলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা জাতীয় পার্টির আহবায়ক এডভোকেট এ কে এম মুরতজা আবেদীন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে পরপর ৫ বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
এ কে এম মুরতজা আবেদীনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পূর্ব শত্রুতার জেড় ধরে গতকাল নগরীর পোর্ট রোড সেটেলমেন্ট অফিস থেকে অফিসিয়াল কাজ শেষে রাস্তায় বের হলেই বরিশাল মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সন্ত্রাসী রইজ আহম্মেদ মান্নার গংরা পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। হামলার এক পর্যায়ে এ কে এম মুরতজা আবেদীন এর লাইসেন্স করা পিস্তল ছিনতাই করতে অপপ্রয়াস চালায় মান্না ও তার সহযোগীরা। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে পরিষ্কার দেখা গেছে।
তিনি বলেন,বরিশালের চিহ্নিত সন্ত্রাসী মান্না এ কে এম মুরতজা আবেদীনের উপর হামলা করার পরও মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে প্রশাসন সহ বরিশালবাসীকে বিভ্রান্ত করেছে তা আপনারা মুরতজা ভাইয়ের নিজের করা ভিডিওতে দেখতে পেরেছেন। মান্না তার বাহিনী রাস্তার উপর প্রকাশ্য দিবালকে অশালীন ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে মুরতজা ভাইয়ের গলা জাপটে ধরে শাসরুদ্ধ করে তাকে হত্যাচেষ্টা চালায়। আর মুরতজা ভাইয়ের বৈধ লাইসেন্সকৃত পিস্তল ছিনতাইয়ের চেষ্টা করে রইজ আহম্মেদ মান্না সহ তার ২০/২৫ জন সহযোগী।
একপর্যায়ে অস্ত্র ছিনিয়ে নিতে না পেরে সন্ত্রাসী মান্না ও তার সহযোগীর মুরতজা ভাইয়ের অস্ত্র ধরে রেখে গুলির নাটক সাজায় এবং পুলিশকে ফোন করে থানায় সোপর্দ করে। মোস্তফা আক্ষেপ নিয়ে বলেন, অপরাধীরা এখনও বুক ফুলিয়ে শহর দাপিয়ে বেড়াচ্ছে। এদেরকে প্রতিহত করতে না পারলে মুরতজা ভাইয়ের মত আগামীতে আমরাও এই হামলার শিকার হতে পারি। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। আর মুরতজা আবেদীন এর উপর হামলার ঘটনায় পুলিশ মামলা না নিলে তারা আদালতে মামলা করবেন বলে জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির বরিশাল মহানগর ও জেলার নেতৃবৃন্দ।
