খান মনিরুজ্জামান:বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ১৬০ জন অসহায়,বৃদ্ধ ও পঙ্গু শ্রমিকের মাঝে নগদ ৬৪ হাজার টাকা ভাতা প্রদান করা প্রদান করেছে নেতৃবৃন্দ । দীর্ঘদিন এই ভাতা বন্ধ থাকার পরে আজ ৫ সেপ্টেম্বর দুপুর ১২ টায় বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সামনে শ্রমিকদের এই ভাতার টাকা প্রদান করা হয়।
তবে ভাতার টাকা বিতরণকালে শ্রমিক ইউনিয়নের অফিস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে বয়স্ক ও পঙ্গু শ্রমিকরা। ভাতা নিতে আসা ৭০বছর বয়সী বয়স্ক শ্রমিক আবুল হোসেন আক্ষেপ নিয়ে বলেন, শ্রমিক ইউনিয়নের টাকা আত্মসাৎ করায় দীর্ঘদিন ভাতার টাকা দেওয়া বন্ধ ছিল। আর নির্বাচন ও কমিটি গঠনকে কেন্দ্র করে দেড় মাস শ্রমিক ইউনিয়ন বন্ধ রয়েছে।
ফলে প্রচন্ড গরমের মধ্যে বাইরে দাঁড়িয়ে থেকে আমাদের ভাতার টাকা নিতে হচ্ছে। যা খুবই কষ্টকর ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যথাযথ কর্তৃপক্ষ যদি শান্তিপূর্ণ সমাধানের মধ্য দিয়ে অফিস খুলে দেয় তাহলে আমরা আমাদের শ্রমিক ইউনিয়নের সুবিধা পাবো। ভাতা নিতে আসা আরেক শ্রমিক শংকর প্রসাদ চন্দ্র বলেন,বর্তমান দায়িত্বরত কমিটির নেতৃবৃন্দ পুনরায় এই ভাতা প্রদান কার্যক্রম শুরু করেছে। আমরা বয়োবৃদ্ধ, কাজ করার সক্ষমতা নেই। যে টাকা পাই তা দিয়ে কিছুটা হলেও উপকৃত হই।
এ বিষয়ে শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হুমায়ুন কবির বলেন, অর্থ আত্মসাৎ এর দায়ে বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেন সরদার ক্ষমতায় থাকাকালীন সময়ে টাকা আত্মসাৎ করায় দীর্ঘদিন এই কার্যক্রম বন্ধ ছিল । তবে আমরা শ্রমিক ইউনিয়ন পরিচালনাকারী নেতৃবৃন্দ পুনরায় অসহায়,বৃদ্ধ ও পঙ্গু শ্রমিকের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদানের কার্যক্রম শুরু করেছে। আগামীতে এই কার্যক্রম চলমান থাকবে।
তিনি জানান, আর আগামী ৭ সেপ্টেম্বর থেকে মৃত.ব্যাক্তির পরিবারকে ১৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে। এই কার্যক্রম চলমান থাকবে। শ্রমিকদের মাঝে ভাতা প্রদানের সময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত হোসেন লিটন, সহ-সভাপতি হুমায়ুন কবির,প্রচার সম্পাদক মোহাম্মদ জসীমউদ্দীন, কোষাধক্ষ্য হেমায়েত উদ্দিন, অফিস সচিব এনায়েত হোসেন সহ শ্রমিক নেতৃবৃন্দ।
