স্টাফ রিপোর্টার:হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ সেপ্টেম্বর বেলা ১১ টায় বরিশালের কালীবাড়ি রোডস্থ ধর্মরক্ষীণী সভার আয়োজনে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে এই বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে
শোভাযাত্রাটি কোতোয়ালি মডেল থানাধীন ধর্মরক্ষীণী সভার সন্নিকটে সদর রোডস্থ লাইন রোড ও কালীবাড়ি রোডের সামনে থেকে শুরু হয়ে গির্জা মহল্লা-চকবাজার বাজাররোড-স্ব-রোড-নাজিরেরপুল-
জেলখানার মোড়-অমৃত লালদে সড়ক-নতুন বাজার হয়ে রামকৃষ্ণ মিশনের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রা পূর্বে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল কালিবাড়ি রোডস্থ ধর্মরক্ষীণী সভার সভাপতি রাখাল চন্দ্র দে।
জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের
মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ,
*বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড.এ কে এম জাহাঙ্গীর, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, সদস্য মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম (অব:) এসপি,
এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মরক্ষীণী সভার সাধারণ সম্পাদক মিনাল কান্তি সাহা,
বরিশাল জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মানিক মুখার্জী,সাধারণ সম্পাদক, সঞ্জয় চক্রবর্তী, পূজা উদযাপন কমিটি বরিশাল মহানগর সভাপতি তমাল মালাকার,
সাধারণ সম্পাদক চঞ্চল দাস বাপ্পা,
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক হিরন কুমার দাস মিঠু,সাধারণ সম্পাদক জয়ন্ত দাস,
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর কমিটির সভাপতি ও সাবেক ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটু প্রমুখ
