More

    নগরী ব্যস্ততম এলাকা চকবাজার পদ্মাবতী এলাকায় ঝুঁকিপূর্ণ সংস্কারের কাজ চলছে ভুক্তভোগীদের দাবি কাজ বন্ধ করার

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোটার। বরিশাল নগরীর ব্যস্ততম এলাকা চকবাজার রোডস্থ পদ্মাবতী এলাকায় ৯নং ওয়ার্ডে একটি ঝুঁকিপূর্ণ চারতলা ভবনের ঢালার কাজ শুরু করেন, ওই বিল্ডিং এর মালিকপক্ষ, কিন্তু সেখানে যেয়ে দেখা যায় সেই বিল্ডিং সম্পূর্ণই ঝুঁকিপূর্ণ এবং সিটি কর্পোরেশনের ঝুঁকিপূর্ণ চিহ্ন থাকা সত্ত্বেও ছাদের ঢালাই কাজ করে যাচ্ছেন মালিক পক্ষ।

    রাতের আধারে করে যাচ্ছেন ওই বিল্ডি কাজ , পাশের ভুক্তভোগীদের দাবি এটাকে ভেঙ্গে নতুনভাবে একটি ভবন নির্মাণ করার জন্য, বারবার বলার পরেও তারা ঐ বিল্ডিংয়ের ছাদের ঢালাই কাজ করেই যাচ্ছে পুলিশ প্রশাসন থেকে সিটি কর্পোরেশনের লোক আসলে তখন কাজ বন্ধ করলেও পরে আবার তারা সেই কাজ শুরু করে। সেখানে যেয়ে দেখা যায় ঢালাই কাজের জন্য বাশ গুলি ব্যবহার করা হয়ে সেগুলো খুলে খুলে পরে যেতে , এক ভুক্তভোগী প্লান বহিঃভূত বিল্ডিং এর সম্প্রসারন প্রসঙ্গে একটি নোটিশ দেন।

    মীর এমদাদ হোসেন তোতা বলেন বরিশাল সিটি করপোরেশন এর মেয়র বরাবর, নোটিশ সূত্র জানা যায়। আমার ব্যবসা প্রতিষ্ঠানের পাশে ঝুঁকিপূর্ন প্লান বহিভূত পুরাতর বিল্ডিং এর মালিক জনাব মাহবুবুর রহমান ও পল্টু মিয়া যা সিটি কর্পোরেশন কর্তৃক বাজেয়াপ্ত লাল সংকেত দ্বারা চিহ্নিত। বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ উক্ত বিল্ডিং ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়াছেন কিন্তু বিল্ডিং কর্তৃপক্ষ উচ্চ ঝুঁকিপূর্ন পুরাতর বিল্ডিং না ভেঙ্গে সিটি কর্পোরেশনে আদেশ অমান্য করে পুনরায় সংস্কারের কাজ করিতেছে।

    উক্ত বিল্ডিং এ আমার ৩ (তিন) ফুট জমি আছে। উক্ত জমি ঝুকিপূর্ন প্রান বহিঃভূত পুরাত্তর বিভিন্ন ভেঙ্গে ফেলার পর দেওয়ার কথা ছিল কিন্তু তারা বিল্ডিং না ভেঙ্গে ঝুঁকিপূর্ন প্লান বহিঃভূত পুরাতন বিল্ডিং এ সম্প্রাসারন কাজ করিতেছে। তিনি আরও বলেন আপনার কাছে আবেদন করিতেছি যাহাতে আমার ৩ (তিন) ফুট ফেরত পাইতে পারি এবং উক্ত ঝুঁকিপূর্ন পান বহিঃভূত পুরাতর বিচ্ছি ভেঙ্গে ফেলে না ফেললে আমাদের আশপাশের লোকজনের যেকোন বড় ধরনের দুর্ঘটানা ঘটতে পারে।

    এবং আমাদের মনে হচ্ছে রানা প্লাজার মত আমাদের বড় দুর্ঘটনা যেন না ঘটে এজন্য মাননীয় মেয়র সিটি কর্পোরেশনের প্রতি আমাদের আকুল আবেদন এই পুরাতন বিল্ডিং ভেঙ্গে আবার নতুন ভাবে করা হোক বরিশাল শহরের ব্যস্ততম এলাকা চকবাজার কাঠপট্টি পদ্মাবতী এলাকা এসব এলাকায় এরকম একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং থাকলে আশেপাশের জনবসতিদের বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এতে করে বিপদের আশঙ্কাও বাড়ে বলে মনে করছেন এলাকাবাসী। আরো সোনা গেছে ওখানের বাথরুম বন্ধ করেও ওখানে অনেক গুলো গোডাউন তৈরি করছে মালিক পক্ষ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ভোলায় সাবেক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

    ভোলা উপজেলা সদরে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল্লাহ আরিফের বাসার সামনে থেকে রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...