More

    সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বরিশালে জাসদের মানববন্ধন-মিছিল

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার:সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য দল নিরপেক্ষ নির্বাচন কালীন সরকার, লুটেরা দূর্নীতিবাজদের অবিলম্বে গ্রেফতার করা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাসদ বরিশাল মহানগর।

    আজ ১৬ সেপ্টেম্বর শনিবার বেলা ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনের সভাপতিত্ব করেন জাসদ বরিশাল মহানগরের সভাপতি হুমায়ুন কবির।

    মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আনিচুজ্জামান (আনিচ)। সমাবেশে আরও বক্তব্য রাখেন জাসদ বরিশাল মহানগরের সাংগঠনিক সম্পাদক পঙ্কজ শিকারি, সাংগঠনিক সম্পাদক সমীর মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সরকার, বানারীপাড়া উপজেলার সাধারণ সম্পাদক টিপু সুলতান প্রমুখ।

    মানববন্ধন শেষে নেতৃবৃন্দ নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল সম্মুখে এসে শেষ হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নেছারাবাদে ইউএনও’র বিতর্কিত প্রকল্প: মাঠ দখল করে স্কুল স্থাপনের নামে লাখ লাখ টাকা উত্তোলন

    নিজস্ব প্রতিবেদক: নেছারাবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম শামীমের বিরুদ্ধে খেলার মাঠ দখল করে স্কুল স্থাপনের নামে...