More

    ৫০ তম গ্রীষ্মকালীন খেলায় তুষখালী মাধ্যমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন

    অবশ্যই পরুন

    //মঠবাড়িয়া প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান//
    পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার তুষখালী মাধ্যমিক বিদ্যালয় ভেনুকেন্দ্রে ৫০ তম গ্রীষ্মকালীন ফুটবল খেলার ২ তারিখে প্রথম খেলায অনুষ্ঠিত হয় প্রথম খেলা তুষখালী বনাম তোফেলা আকন মাধ্যমিক বিদ্যালয় কে তুষখালী ৩-০ গোলে জয় লাভ করে ভেনু সেমিফাইনালে উঠে যায় এবং ভেনু ফাইনাল খেলায় এন এস মাদ্রাসা ও তুষখালী মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে উঠে বিকেল ৪ঃ০০ ঘটিক ভেনুফাইনালে তুষখালী মাধ্যমিক বিদ্যালয় জয় লাভ করে উপজেলায় পর্যায়ে চলে যায়।
    উপজেলা মঠবাড়িয়াতে দুইটি খেলায় জয়লাভ করে শেষের খেলা সাপলেজা কে হারিয়ে জেলা পর্যায়ে উঠে আসে জেলায় পর্যায়ে পিরোজপুর দুটি দলকে হারিয়ে জেলা পর্যায়ে ফাইনাল উঠে যায় ফাইনাল খেলে পিরোজপুর সদর মাধ্যমিক বিদ্যালয় বনাম তুষখালী মাধ্যমিক বিদ্যালয় পিরোজপুর সদরকে ১-০ গোলে হারিয়ে তুষখালী বিদ্যালয় জয় লাভ করে এই প্রথমবার বিভাগীয় পর্যায়ে চলে যায় এতে খেলোয়াড়দের ভিতরে এক টানটান উত্তেজনা শুরু হয়েছে দর্শকরাও আনন্দে মুখরিত, ঐতিহ্যবাহী তুষখালী বিদ্যালয়ের সভাপতি বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান জননন্দিত জনাব মো:মিরাজুল ইসলাম,( সাধারণ সম্পাদক আওয়ামীলীগ ভান্ডারীয়া) খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন অত্র স্কুলের খেলোয়াড়রা আমাদেরকে এ বছর যে খেলাটি উপহার দিয়েছেন এতে আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত,আগামীতে খেলার মান আরো উন্নতি করার
    লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ‎চরফ্যাশনে নারীর জীবন ঝুঁকিতে, মামলা দায়ের ‎

    চরফ্যাশন প্রতিবেদক:  ‎ভোলার চরফ্যাশনে ৪০ বছর বয়সী এক নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে আমিন মিয়া নামে...