খান মনিরুজ্জামান:বরিশাল জেলার হিজলা থানাধীন চরগৌরবদী ইউনিয়নের কানাবগীর চরে পুলিশের অভিযানে ২টি দেশীয় তৈরি পাইপগান, ৬টি কার্তুজ, ৩টি গুলির খোসা ও বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামীমসহ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
অস্ত্র উদ্ধার ও ডাকাতদের গ্রেফতার করার ঘটনায় বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ে
আজ ১৭ সেপ্টেম্বর রবিবার বেলা ১১ টায় সংবাদ সম্মেলন করেছে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানায়, গত ১৬ সেপ্টেম্বর শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হিজলা থানাধীন চরগৌরবদী ইউনিয়নের কানাবগীর চরে একদল অস্ত্রধারী ডাকাত আত্মগোপনে রয়েছে।
এমন সংবাদের ভিত্তিতে রাত ৩ টার দিকে
মুলাদী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে মুলাদী থানার অফিসার ইনচার্জ , হিজলা থানা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্স নিয়ে হিজলা থানাধীন চরগৌরবদী ইউনিয়নের কানাবগীরচরে জনৈক রাজীব চৌধুরীর বাড়িতে অভিযান চালায়। আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উদ্দেশ্যে এলোপাতারি গুলিবর্ষণ করে। তখন পুলিশ ও আত্মরক্ষার্থে বেশ কয়েক রাউন্ড গুলি করে। এক পর্যায়ে পুলিশ আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ও তাদের দেয়া তথ্য অনুসারে ২টি দেশীয় তৈরি পাইপগান, ৬টি কার্তুজ, ৩টি গুলির খোসা ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীদের নাম মোঃ কামাল সরদার (৪০), মোঃ জামাল সরদার (৩৫), মোঃ মানিক সরদার (৪২), মোঃ আলম মীর (৫০), মোঃ মাসুম সরদার (২৬), মোঃ জুয়েল বেপারী (৩৫), মোঃ মেহেদী হাসান মাঝি (২২)। গ্রেফতারকৃত আসামীরা বরিশাল ও ভোলা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানিয়েছেন গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক হত্যা, ডাকাতি মামলা রয়েছে। আসামীদের অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র হেফাজতে রাখা এবং ডাকাতির জন্য প্রস্তুতি নেয়া ও সমবেত হওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বরিশাল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও জেলা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।