স্টাফ রিপোর্টার: বরিশালে ১ হাজার পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে ।
শনিবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ফলপট্টির বিসমিল্লাহ আবাসিক হোটেলে অভিযান চালায় কোতোয়ালী মডেল থানা পুলিশ।
এসময় ৫ ম তলার ৫০৭ নম্বর কক্ষ তল্লাশি করে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মোঃবাবুল (৪২) পটুয়াখালী জেলার বাউফল থানার রাজাপুর গ্রামের হানিফ মৃধার
ছেলে, অপরজন সজল ঘরামী(৩২),বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ফরিদপুর ইউনিয়নের ভাসশালা গ্রামের কার্তিক চন্দ্র ঘরামির ছেলে।
আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনের মামলা হবে বলে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।