More

    সংখ্যালঘু সুরক্ষা আইন সহ ৭ দফা দাবিতে বরিশালে গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালিত

    অবশ্যই পরুন

    খান মনিরুজ্জামানঃ সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ ৭ দফার দাবিতে বরিশালে গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে আজ ২২ সেপ্টেম্বর সকাল ৬ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই গন অনশন অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।

    পরে সিনিয়র নেতৃবৃন্দ তাদের পানি খাইয়ে গনঅনশণ ভঙ্গ করান। তাদের  ঘোষিত ৭ দফা হলো: সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন,বৈষম্য বিলোপ আইন প্রণয়ন,দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন,জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন,পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন,সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।

    গণ অনশন ও অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দরা বলেন, ক্ষমতাসীন সরকার ২০১৮ সালে তাদের নির্বাচনি ইশতেহারে বলেছিল নির্বাচিত হলে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ ৭ দফা দাবি বাস্তবায়ন করবে। আমরাও তাদের সমর্থন দিয়েছিলাম। কিন্তু ক্ষমতার ৪ বছর পার হলেও সংখ্যালঘুদের দেয়া নির্বাচনী পালন করিনি সরকার।

    সরকার যদি আগামী ৬ অক্টোবরের মধ্যে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ ৭ দফার দাবি বাস্তবায়ন না করে তাহলে আমারা বৃহৎ আন্দোলনে যাব। আর আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সমর্থন হারাবে। গণ অনশন ও অবস্থান কর্মসূচির সভাপিত্ব করেন  বক্তব্য রাখেন বাংলাদেশ  হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলার সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ্যাড.হিরন কুমার দাস মিঠু,মৃনাল কান্তি সাহা, সুরঞ্জিত চন্দ্র লিটু প্রমুখ

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ভোলায় সাবেক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

    ভোলা উপজেলা সদরে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল্লাহ আরিফের বাসার সামনে থেকে রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...