খান মনিরুজ্জামানঃ সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ ৭ দফার দাবিতে বরিশালে গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে আজ ২২ সেপ্টেম্বর সকাল ৬ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই গন অনশন অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।
পরে সিনিয়র নেতৃবৃন্দ তাদের পানি খাইয়ে গনঅনশণ ভঙ্গ করান। তাদের ঘোষিত ৭ দফা হলো: সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন,বৈষম্য বিলোপ আইন প্রণয়ন,দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন,জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন,পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন,সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।
গণ অনশন ও অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দরা বলেন, ক্ষমতাসীন সরকার ২০১৮ সালে তাদের নির্বাচনি ইশতেহারে বলেছিল নির্বাচিত হলে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ ৭ দফা দাবি বাস্তবায়ন করবে। আমরাও তাদের সমর্থন দিয়েছিলাম। কিন্তু ক্ষমতার ৪ বছর পার হলেও সংখ্যালঘুদের দেয়া নির্বাচনী পালন করিনি সরকার।
সরকার যদি আগামী ৬ অক্টোবরের মধ্যে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ ৭ দফার দাবি বাস্তবায়ন না করে তাহলে আমারা বৃহৎ আন্দোলনে যাব। আর আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সমর্থন হারাবে। গণ অনশন ও অবস্থান কর্মসূচির সভাপিত্ব করেন বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলার সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ্যাড.হিরন কুমার দাস মিঠু,মৃনাল কান্তি সাহা, সুরঞ্জিত চন্দ্র লিটু প্রমুখ