More

    ছয় হাজার ২০০ পিস ইয়াবা এবং গাঁজাসহ কুমিল্লায় ছাত্রলীগ নেতা আটক

    অবশ্যই পরুন

    ছয় হাজার ২০০ পিস ইয়াবা এবং গাঁজাসহ গ্রেপ্তার হন কুমিল্লার স্থানীয় এক ছাত্রলীগ নেতা, গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই পদ হারিয়েছেন এই নেতা। মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত ছাত্রলীগ নেতার নাম মেহেদী হাসান (২৮)। তিনি কুমিল্লা মহানগর ছাত্রলীগের ২২ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা নগরীর শ্রী বল্লভপুর এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ পুলিশ তাকে গ্রেপ্তার করে।

    রোববার সংবাদমাধ্যমে পাঠানো মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আবদুল আজিজ সিহানু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘সংগঠন পরিপন্থী ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগ মেহেদীকে আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হলো।’

    সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া বলেন, ‘গ্রেপ্তার মেহেদী হাসানের বিরুদ্ধে হত্যা, ডাকাতির প্রস্তুতি, চুরি, ছিনতাই ও মাদকসহ সাতটি মামলা রয়েছে। শনিবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর আদালতের মাধ্যমে শনিবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়। এদিকে মেহেদী কারাগারে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার রাতে মহানগর ছাত্রলীগের এক জরুরি সভায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...