স্টাফ রিপোর্টারঃবিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবীতে বরিশালে সমাবেশ করেছে বিএনপি।
আজ ২৫ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের পার্শ্ববর্তী বিএনপির কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল মহানগর ও উত্তর জেলা বিএনপি এই যৌথভাবে সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সরকার প্রহসনমূলক মিথ্যা মামলায় ফরমায়েসী রায়ে সাজা দিয়ে আটকে রেখেছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। দ্রুত সময়ের মধ্যে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার। সরকার খালেদা জিয়াকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। যা অমানবিক ও সম্পূর্ণ মানবাধিকার লংঘন।
বিনা চিকিৎসায় খালেদা জিয়া মারা গেলে তার দায় সরকারকেই নিতে হবে বলে দাবি করেন বক্তারা।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে
বক্তব্য রাখেন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোঃশহিদুল্লাহ্, কেন্দ্রীয় কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগরের সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যড.আলী হায়দার বাবুল প্রমুখ। সমাবেশের সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ ও জেলার সদস্য সচিব মিজানুর রহমান মুকুল।
বিএনপির সমাবেশে অংশগ্রহণ করেন যুবদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল, ছাত্রদল ও কৃষকদলের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।