খান মনিরুজ্জামানঃ গাঁজা বিক্রি করতে গিয়ে বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্য জনতার হাতে গণধোলাই খেয়ে আটক হয়েছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকান্ডনিয়ে জনমনে উঠেছে নানান প্রশ্ন ।
আটককৃতরা বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত সাব ইন্সপেক্টর মোঃ ওবায়দুল্লাহ ও সিপাহি সবুর। আটকের বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি(দক্ষিণ) আশরাফ হোসেন জানিয়েছেন, বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২ সদস্য পলাশপুর এলাকায় গাঁজা বিক্রি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করেছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃআসাদুজ্জামান বলেছেন,পলাশপুর এলাকায় গাঁজা বিক্রি করতে গিয়ে বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত সাব ইন্সপেক্টর মোঃ ওবায়দুল্লাহ ও সিপাহি সবুর জনতার হাতে আটক হয়েছে। তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে আমরা গিয়ে তাদের উদ্ধার করেছি। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে।
এ বিষয়ে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু বলেন, গত রবিবার রাতে ওসি সিদ্দিকের টিম তিন কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। ঐ টিমের সাথে ছিল ইন্সপেক্টর মোঃ ওবায়দুল্লাহ ও সিপাহি সবুর।
অভিযান শেষে সকালে তারা দুজনে একসাথে অফিস থেকে বের হয়। তার কিছুক্ষণ পরে জানতে পারি পলাশপুরে গাঁজা বিক্রি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে ইন্সপেক্টর ওবায়দুল্লাহ ও সিপাহি সবুর। শুনেছি তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা গ্রহনের জন্য আমি সুপারিশ করব।