More

    বরিশালে রাতের আঁধারে পুকুর ভরাট ট্রাকের নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

    অবশ্যই পরুন

    খান মনিরুজ্জামানঃ বরিশালের কাউনিয়ায় বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া এলাকার মামুন চৌধুরীর কন্ট্রাকটর বাড়িতে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

    নিহত শ্রমিকের নাম মোহাম্মদ ইউনুস (৫০) ও অপরজন মোহাম্মদ হাবিব(৩৫)। তারা দৈনিক মজুরি ভিত্তিক মামুন চৌধুরীর পুকুরে বালু ভরাট এর কাজ করতেছিল। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে বালুবাহী  ট্রাকের চাকার নিচের বালু সরাতে গিয়ে চাপা পড়ে ইউনুস ও হাবিব। এতে ঘটনাস্থলে তারা মারা যায়। এঘটনায় ঘাতক ড্রাইভার তাৎক্ষণিক পালিয়ে যায়। ট্রাকের নাম্বার বরিশাল মেট্রো-ড -১১-০১০৯।

    দূর্ঘটনার খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসে। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় রাত ১ টার দিকে লাশ উদ্ধার করা হয়। এবিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানায়, গত রাত ১২ টার দিকে নগরীর ১ নং ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া এলাকার মামুন চৌধুরীর পুকুরে বালু ভ রাটের সময় ট্রাকের নিচে চাপা পড়ে দুজন শ্রমিকের মৃত্যু হয়।

    আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শেবাচিমের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর ঘাতক ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে উদ্ধারকারী সংস্থা ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে এসেছি।

    এয়ার লিফটিং ব্যাগের সাহায্যে বালুবাহী ট্রাকের চাকার নিচে চাপা পড়া ২ টি মরদেহ উদ্ধার করেছি। দুর্ঘটনার কারণ জানতে চাইলে বেলাল উদ্দিন বলেন, ট্রাক চালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও আলো ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুর বেলুয়া নদীতে ভাসমান সবজির হাট: কোটি টাকার লেনদেন

    ভোরের আলো যখন বেলুয়া নদীর শান্ত জলে ছড়িয়ে পড়ে, তখনই নীরবতা ভেঙে ভেসে আসে শতাধিক নৌকার ডাক। নৌকায় কেউ...