More

    রড চুরি দায়ে (পবিপ্রবি) ছাত্রলীগ সভাপতি সাময়িক বরখাস্ত

    অবশ্যই পরুন

    চাঁদা না দেয়ায় রড নিয়ে যাওয়া, এন্ড্রয়েড মোবাইল নিয়ে যাওয়া, মারধরসহ প্রাণনাশের হুমকির ঘটনায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) ছাত্রলীগ সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
    শুক্রবার(২৯সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অব্যাহতি প্রদান করা হয়।
    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শৃঙ্খলা পরিপন্থি সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কাজে জড়িত থাকায় তাকে এ সাময়িক অব্যহতি প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবেনা তার উপযুক্ত কারন সহ আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
    উল্লেখ্য, পবিপ্রবি’র অভ্যন্তরে নির্মানাধীন শেখ রাসেল হল ও শেখ হাসিনা ছাত্রী হলের ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার এনামুল হকের কাছে মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে ছাত্রলীগ সভাপতির অনুসারী কতিপয় নেতা-কর্মীরা প্রোজেক্ট ম্যানেজারের কাছে চাঁদা দাবি করা সহ নির্মান শ্রমিকদের মারধর ও নির্মান সামগ্রী তুলে নেয়ার অভিযোগ উঠেছিল। পরে ভুক্তভোগী এনামুল নিরাপত্তা চেয়ে দুমকী থানায় একটি সাধারণ ডায়েরি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বরাবরে লিখিত অভিযোগসহ সংবাদ সম্মেলন করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বৃহস্পতিবার দশ জেলায় ১০ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা

    দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।...