More

    পায়রাবন্দরের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ পরিবারের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, পটুয়াখালীর কলাপাড়ায় পায়রাবন্দরের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ পরিবারের পূনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোট ও পায়রাবন্দরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ পরিবার যৌথভাবে এর আয়োজন করে। সম্মিলিত নাগরিক অধিকার জোট এর সভাপতি রেজাউল করিম রেজা’র সভাপতিত্বে সম্মিলিত নাগরিক অধিকার জোটের সাংগঠনিক সম্পাদক ও গনমাধ্যম কর্মী সৈয়দ রাসেল এর সঞ্চালনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, জাসদ নেতা বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সম্মিলিত নাগরিক উদ্যোগ সহ সভাপতি প্রভাষক ইয়াকুব খান, সাংবাদিক মো: এনামুল হক, জসিম উদ্দীন শামিম প্রমুখ।

    এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের উন্নয়নের স্বার্থে পায়রা বন্দরে ১২৯ টি পরিবার তাদের ভিটেমাটি সবকিছু দিয়ে দিয়েছে। কথাছিলো ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর জমির মুল্যসহ আবাসন দেওয়া হবে।

    কিন্তু দায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তাদের নানা অনিয়মের কারনে এই ১২৯ টি পরিবার এখন আবাসন থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। এই ১২৯ টি পরিবার যাতে আবাসন পায় সেই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

    ঘন্টা ব্যাপী মানববন্ধনে ক্ষতিগ্রস্থ পরিবারের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সাংগঠনিক সম্পাদক ও গমমাধ্যম কর্মী সৈয়দ রাসেল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গৌরনদীতে মাহিলাড়া ইউনিয়নে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

    বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মাহিলাড়া ছাত্র সমাজ আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে...