কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, পটুয়াখালীর কলাপাড়ায় শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে পূজা মন্ডপের অধিকতার্বৃন্দ, জনপ্রতিনিধি, সরকারী কর্মকতার্ ও গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে প্রস্ততিমুলক সভা।
শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহীর্ অফিসার মো. জাহাঙ্গীর হেসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান,
পৌর সভার মেয়র বিপুল হাওলাদার, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডা. চিন্ময় হাওলাদার, কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ, মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস আলম খাঁন,
কলাপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরা হাওলাদার স্বপন, সাধারণ সম্পাদক দেবাশীষ মুখাজীর্ টিংকু প্রমুখ। উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, এবছর উপজেলায় ১৮টি পূজা মন্ডপের দূর্গাপূজা উদযাপন হবে। প্রশাসনের পক্ষ থেকে হিন্দু ধর্মালম্ভীদের প্রধান ধমীর্য় উৎসব শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ন ভাবে উদযাপনের জন্য সব রকম সহযোগীতা করার উদ্দে্যগ নেয়া হয়েছে।
১৮টি পূজা মন্ডপে উপজেলা প্রশাসন থেকে প্রত্যেকটিতে পাঁচ’শ কেজি করে চাল বরাদ্ধ দেয়া হয়েছে।