স্টাফ রিপোর্টারঃ বরিশালে শুরু হয়েছে ২ দিন ব্যাপি ১৫ তম মৃৎ শিল্পী সম্মেলন, সন্মাননা ও মেলা।
আজ ২০ অক্টোবর শুক্রবার সন্ধায় অশ্বিনী কুমার টাউন হলে ২ দিন ব্যাপি এই এই মেলা শুরু হয়েছে। প্রদীপ জ্বালিয়ে মৃৎশিল্পী সম্মেলন সম্মাননা ও মেলা’র উদ্বোধন করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন চারুকলা বরিশাল সহ সাংস্কৃতিক সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় অংশ নিয়েছে ১৪ টি স্টল। মেলায় মাটির তৈরী বিভিন্ন তৈজসপত্র, খেলনা ও শোবিজ বিক্রির হচ্ছে। এর পাশাপাশি মেলায় দর্শনার্থীদের জন্য ছবি প্রদর্শন করা হয়েছে।