More

    বরিশালে ডেঙ্গুতে আরও তিন নারীসহ ৪ জনের মৃত্যু

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ২২০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

    শনিবার (২১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানান। মৃতরা হলেন ঝালকাঠি সদর উপজেলার নেহালপুর গ্ৰামের মনোয়ারা (৫৫), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হালিমা (৭৫), গৌরনদী উপজেলার হালিমা বেগম (৬০) ও মুলাদী উপজেলার লোকমান (৩৮)।

    তারা সবাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগে এখন পর্যন্ত ১৩৯ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

    এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১০৫ জন, পটুয়াখালীতে সাতজন, ভোলায় ৯ জন, বরগুনায় পাঁচজন, পিরোজপুরে ১২ জন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ৬৩ জন, পটুয়াখালীতে ৩৬ জন, পিরোজপুরে ৬৩ জন, ভোলায় ১৯ জন, বরগুনায় ৩১ জন ও ঝালকাঠিতে আটজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নার্স নিয়োগে বঞ্চিত শেবাচিম হাসপাতাল, জনমনে ক্ষোভ

    স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে বরিশাল শেবাচিম হাসপাতালে ব্যাপক পরিবর্তন এসেছে। প্রায় শ’খানেক নষ্ট যন্ত্রপাতি সচল করা, অবৈধ অ্যাম্বুলেন্স চক্রকে...