More

    কলাপাড়ার সরকারি নির্দেশ উপেক্ষিত ফিলিস্তিনিদের জন্য কোন রাষ্ট্রীয় শোক পালন হয়নি

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, সরকারি প্রজ্ঞাপন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ গাজাসহ ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় দখলদার ইসরাইলি হামলায় নিহত ও আহতদের জন্য কোন শোক দিবস পালন করা হয়নি।

    ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়নের মসজিদসমূহে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য কোন বিশেষ দেয়োর আয়োাজন করতে কোন মসজিদ কমিটি বা ইমাম সাহেবদের জানানো হয়নি।

    এ কারনে গোটা ইউনিয়নে গত ১৯ অক্টোবর ২৩ তারিখে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন বাস্তবায়িত হয়নি। এতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    এব্যাপারে ইসলামী আন্দোলন থেকে নির্বাচিত চেয়ারম্যান মোঃ হেদায়েতুল্লাহ্র সাথে মুঠোফোনে গনমাধ্যম কমীর্রা যোগাযোগের চেষ্টা করলেও তার সারা মেলেনি। প্যানেল চেয়ারম্যান ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি কিছুই জানেন না।

    তবে চেয়ারম্যান সাহেব জানতে পারেন বলেও তিনি জানান। এব্যাপারে ডালবুগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ দেলওয়ার হোসেন বলেন, আমি শুক্র ও শনিবার দুই দিন পর্যন্ত গ্রামের বাড়ি ডালবুগঞ্জে আছি।

    আমি খোঁজ নিয়ে দেখেছি শুক্রবার কোন মসজিদে ইসরাইলি হামলায় নিহত ও আহতদের জন্য কোন দোয়া হয়নি। এমনকি শনিবার রাষ্ট্রীয় শোক দিবস ঘোষনা হলেও খোদ ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে টানানোর কথা থকলেও তা টানানো হয়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে ১১ কেজি গাঁজাসহ ২ মাদকবিক্রেতা গ্রেপ্তার

    বরিশালে ১১ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দাপুলিশের পরিদর্শক ছগির হোসেনের নেতৃত্বে বিমানবন্দর...