স্টাফ রিপোর্টারঃ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের ১ দফার দাবিতে ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশ ডেকেছে। আর মহাসমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরিশালে প্রস্তুুতি সভায় ব্যস্ত সময় পার করছে।
এ উপলক্ষে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে মহানগর ও উত্তর জেলা বিএনপির প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ অক্টোবর বিকেল সাড়ে ৩ টায় বরিশাল মহানগর বিএনপির প্রস্তুুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, আমরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে যাচ্ছি। আমাদের বিজয় নিশ্চিত। কারন হিসেবে তিনি বলেন, সরকারের দমন,দুর্নীতি ও নিত্য পণ্যের সীমাহীন মূল্য বৃদ্ধি কারনে দেশের জনগণ বিএনপি’র দাবিকে যৌক্তিক বলে সমর্থন জানিয়েছে।
বিএনপি’র প্রতিটি সমাবেশে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণ প্রতিনিয়ত সম্পৃক্ত হচ্ছে। আমরা চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছি। এখন নিজেদের ভিতরে সকল বিরোধ ভুলে গিয়ে সরকার পতনের আন্দোলনে ঝুকি নিয়ে মাঠে থাকতে হবে।
২৮ অক্টোবরের ঢাকা মহাসমাবেশ বানচাল করতে সরকার নানান ষড়যন্ত্র করে বাঁধা দিবে। কৌশল করে এগুলো এড়িয়ে ঢাকার সমাবেশে সকলকে যোগ দিতে হবে। নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে আওয়ামী লীগ বাঁধা দিলে তা প্রতিরোধ করতে হবে। মহাসমাবেশ থেকে লাগাতার আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক সভায় সভাপতিত্ব করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন।মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আলী হায়দার বাবুল, যুগ্ম-আহবায়ক জিয়া উদ্দীন শিকদার, সহ-মহানগরের আওতাধীন ৩০ ওয়ার্ড বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ১১ টায় বরিশাল (উত্তর) জেলা বিএনপির প্রস্তুুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সহ সভাপতি এ্যাড.জয়নুল আবেদিন।
সভাপতিত্ব করেন আহবায়ক দেওয়ান মোঃশহিদুল্লাহ্’র। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, সদস্য সচিব মিজানুর রহমান মুকুল সহ-উপজেলা ও পৌর বিএনপি ও অংগ সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।