স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জের ভৈরবে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে স্টেশনে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে।
ধারণা করা হচ্ছে, এ ঘটনায় হতাহতের সংখ্যা শতাধিক হতে পারে। তাদের উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের চার ইউনিটের কর্মীরা।
সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এগারো সিন্ধুর গোধূলি ট্রেনের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ভৈরব বাজার নদী ফায়ার সার্ভিসের ইনচার্জ আজিজুল হক বলেন, বিকেল সোয়া ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছিল। এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।