More

    ঘূর্ণিঝড় হামুনের প্রভাব: কুয়াকাটা ছাড়ছেন পর্যটকরা

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যহত রয়েছে। এতে কুয়াকাটা ছাড়ছেন পর্যটকরা। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন ও বিপদ সংকেত পেয়ে হোটেল ছাড়ছেন সিংহভাগ পর্যটকরা।

    খুলনা থেকে আসা পর্যটক মামুন বলেন, কুয়াকাটায় গতকাল এসেছিলাম। ইচ্ছে ছিল কদিন থাকার। কিন্তু আবহাওয়া ভালো না থাকার কারণে আজ চলে যাচ্ছি। এর মধ্যে কোথাও বের হওয়া যাচ্ছে না।

    কুয়াকাটা সমুদ্রবাড়ি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম মিরন জানান, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে আমার রিসোর্টের অনেক পর্যটক চলে গেছেন।

    আবহাওয়া ভালো থাকলে অনেকেই থাকতেন। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, আমরা প্রস্তুত আছি পর্যটকদের বাড়তি নিরাপত্তা দিতে। গতকাল থেকেই আমরা পর্যটকদের নিরাপত্তা দিতে মাইকিং করছি এবং তাদেরকে নিরাপদে থাকতে অনুরোধ করছি।

    এদিকে, ঘুর্ণিঝড় হামুন মোকাবিলায় উপজেলায় ১৭০ সাইক্লোন শেল্টার ও ২০ টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে।

    পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ৩ হাজার ১শ ৬০ জন সিপিপি সদস্যদের। উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির পাশাপাশি শুকনো খাবার মজুদ রাখা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মাদারীপুরের ডাসারে নরসুন্দরদের মাঝে লাইব্রেরীর সামগ্রী বিতরণ

    মো.নাসির উদ্দিন ফকির লিটন মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে সৈয়দা ইরন নাহার পাঠাগারের উদ্যোগে নরসুন্দর সেলুন দোকানিদের মধ্যে লাইব্রেরির সামগ্রী...