More

    নতুন শিক্ষা কারিকুলাম বাতিল সহ ৮ দফা দাবিতে বরিশালে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করে পূর্বের নম্বর ভিত্তিক পরীক্ষা পদ্ধতি চালুর দাবিতে বরিশালে মানববন্ধন ও গনস্বাক্ষর কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

    আজ দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বরিশাল বিভাগের শিক্ষার্থী ও অভিভাবকরা এই মানববন্ধনের আয়োজন করেন।

    মানববন্ধনে অংশ গ্রহনকারী অভিভাবকরা নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করে পূর্বের নম্বর ভিত্তিক পরীক্ষা পদ্ধতি চালু সহ-তাদের ৮ দফা দাবি তুলে ধরেন।

    সকলের জন্য শিক্ষা গ্রহনের সুযোগ করে দিতে এই দাবি বাস্তবায়নের জন্য শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

    তাদের দাবি না মানলে আগামী ৩০ অক্টোবর পূনরায় সকল শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনের ঘোষনা দেন অভিভাবকরা।

    মানববন্ধনে অংশ নেন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জিলা স্কুল, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ বরিশাল বিভাগের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সাধারন শিক্ষার্থী ও অভিভাবকরা।

    মানববন্ধনের তিন দিন পূর্বে নতুন কারিকুলাম বাতিলের দাবীতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন তারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মুগডালের নামে বিক্রি হচ্ছে বিষাক্ত ‘মথবীজ’

    বিদেশ থেকে আমদানি করা মথবীজে পাওয়া গেছে ক্যানসারের বিষাক্ত উপাদান টারট্রাজিন। রং মিশিয়ে যা মুগডাল হিসাবে সারা দেশের বাজারগুলোতে...