More

    নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকার, ৪৮ জেলের কারাদণ্ড

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় বরিশালে বিভাগের বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করে গেলো ২৪ ঘণ্টায় ৪৮ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

    পাশাপাশি তাদের কাছে থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। দুই সপ্তাহ বা ১৪ দিনে এখন পর্যন্ত ৪৮০টি মামলায় ৪৮৪ জেলেকে বি‌ভিন্ন মেয়াদে কারাদণ্ড। পাশাপা‌শি ৮ লাখ ৮৭ হাজার ১০০ টাকা জ‌রিমানা।

    বিভাগীয় মৎস্য অফিস তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ১ হাজার ৬১৭টি অভিযান পরিচালনা করা হয় এবং ৬১৭টি মোবাইল কোর্ট করা হয়েছে।

    যেখানে ১৪ দিনে বরিশাল বিভাগের ১৭৮ বার বি‌ভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ২ হাজার ৬৭৮ বার বি‌ভিন্ন মাছঘাট ও ২ হাজার ৯২২ বার বি‌ভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা কার্যালয়ের কর্মকর্তারা। আর এ সময়ের অভিযানে ১০ হাজার ৮২৭ কেজি ইলিশ জব্দ করা হয়।

    পাশাপাশি ৫‌ কো‌টি ১২ লাখ ৯৬ হাজার টাকা মূল্যের ২৫ লাখ ২ হাজার ৮০০ মিটার অবৈধ জাল জব্দ করেন । এছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ২ লাখ ১ হাজার ৯০০ টাকা।

    মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, ১১ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে।

    এ সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...