More

    ঝালকাঠিতে অভিযানেও থামছে না ইলিশ শিকার

    অবশ্যই পরুন

    ঝালকাঠি প্রতিনিধিঃ ইলিশের প্রজনন নিশ্চিতে প্রধান প্রজনন মৌসুমে দেশের নদনদীতে ইলিশ আহরণ নিষিদ্ধ। ১২ অক্টোবর শুরু হওয়া নিষেধাজ্ঞা চলবে ২ নভেম্বর পর্যন্ত।

    ঝালকাঠিতে নিয়মিত অভিযানের পরও কোনোভাবেই থামছে না মা ইলিশ শিকার। সুগন্ধা নদীর বিভিন্ন পয়েন্টে কয়েক দিন ঘুরে প্রকাশ্যে ইলিশ বিক্রি হতে দেখা গেছে।

    মাছ ধরে ট্রলার তীরে নোঙর করার আগেই জেলেরা জনগণের কাছে বিক্রি করছেন। স্থানীয় সূত্র জানায়, প্রশাসনের অভিযান শুরু হলে কিছু সময়ের জন্য জেলেরা ইলিশ ধরা বন্ধ রাখেন।

    তবে অভিযান শেষ হলেও আবার জাল ফেলেন তারা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলেদের আটক থামছে না ইলিশ শিকার।

    ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা জানায়, ১৫ দিনে ঝালকাঠিতে নদীতে অভিযান চালিয়ে ১০১ টি মোবাইল কোর্টে ২০৯ টি অভিযান করে ৪ হাজার ৪৫৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

    এছাড়া ৯ টি মামলায় ৬ জনকে ১ বছর করে জেল দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, , মা-ইলিশ সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত আছে।

    আমাদের স্পিডবোটের সংখ্যা কম হওয়ার কারণে ট্রলার দিয়ে অভিযান করতে হচ্ছে। ট্রলার নিয়ে একদিকে অভিযান করলে হয়তো অন্যদিকে জাল ফেলে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...