স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে রাজধানী ঢাকায় বরিশাল বিএনপির অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হন।
শনিবার সকালে সমাবেশ শুরু আগেই দুদিনে ৩০০ বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। শনিবার সমাবেশের আগে ও পরেও অসংখ্য নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ।
কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিছ জাহান শিরিন এই তথ্য জানান। সমাবেশে বেশকিছু নেতাকর্মী আহতও হয়েছেন। তাদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারও আছেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সমাবেশে অংশ নিতে বরিশাল অঞ্চলের নেতাকর্মীরা ২/৪ দিন আগেই রাজধানীয় পৌঁছে যায়।
এবং তারা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে সমাবেশে অংশগ্রহণ করার অপেক্ষা করছিলেন। কিন্তু এর আগে পুলিশ বিশেষ স্থানগুলোতে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে।
এছাড়া কিছু নেতাকর্মীকে রাজধানীতে প্রবেশের পথে তল্লাশি চেকপোস্টেও গ্রেপ্তার করা হয়। শিরিন জানান, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী এবং পিরোজপুরের অন্তত ৫০০ বেশি বিএনপি নেতাকর্মী পুলিশের হেফাজতে আছেন।’