স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসমাবেশ, এখন পতন যাত্রা।
মরণ যাত্রায় পরিণত হয়েছে। রোববার ২৯ অক্টোবর সারাদেশে শান্তি সমাবেশ হবে। শনিবার ২৮ অক্টোবর রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, যারা পুলিশের গায়ে হাত তুলেছে। একজন পুলিশ সদস্য মৃত্যু বরন করেছে। আর তাদের ছাড় দেওয়া হবে না।
মির্জা ফখরুল ঘোষণা দিয়েছে শান্তি সমাবেশ করবে। বিএনপি কত নোংরা দল সন্ত্রাসী দল, পুরানো চেহারা তুলে ধরেছে। এদের বিরুদ্ধে খেলা হবে। এদের বিচার হবে।
এই সব সন্ত্রাসীদের কোনো ছাড় নয়। বিএনপির নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। এই হরতাল কেউ মানবে না। বিভাগ, মহানগর থানা, উপজেলা সারাদেশে শান্তি সমাবেশ হবে। নির্বাচনে শান্তি চাই।
নির্বাচনের পরেও শান্তি চাই।