ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি। রবিবার সকালে জেলা বিএনপির সদস্যসচিব এডভোকেট শাহাদাত হোসেনেরর নেতৃত্বে এ মিছিলটি বের হয় বলে জানা গেছে।
খবর পেয়ে যুবলীগের নেতাকর্মীরা সদস্যসচিবের বাসায় হামলা করে। ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালানো হয়।
এসময় জেলা বিএনপি সদস্যসচিবের বাসা থেকে তিনজনকে আটক করে পুলিশ। খবর পেয়ে জেলা যুব ও ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া দিয়ে মহিলা কলেজের সামনে জেলা বিএনপি সদস্যসচিবের বাসায় হামলা চালায়।
ইটপাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর চালায় তারা। এসময় জেলা বিএনপি সদস্য সচিবের বাসা থেকে তিনজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন, বিএনপি পন্থি আইনজীবী তুষার, প্রচার সেল কর্মী আরিফ। এছাড়াও জেলার ৪উপজেলা থেকে রাতে বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ভাঙচুরের বষয়টি অস্বীকার করে জানান, হরতালের নামে নৈরাজ্য, আইনশৃঙ্খলার অবনতি ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হরতাল বিরোধী মহড়া দিয়েছি।
বিএনপির নিজেদের মধ্যে দলীয় গ্রুপিংয়ের কারণে অপরপক্ষ হামলা ভাঙচুর করতে পারে। ভাঙচুরের বিষয়ে আমরা কিছুই জানি না।
সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, বিএনপির ৩জনকে সকালে আটক করা হয়েছে। তাদের নামে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে।’