কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, বিএনপি—জামায়তের ডাকা সকাল সন্ধ্যা হরতালে পটুয়াখালীর কলাপাড়ায় কোন প্রভাব পড়েনি।
রোববার সকাল থেকে কুয়াকাটা কলাপাড়া পটুয়াখালী বরিশাল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কসহ অভ্যন্তীণ রুটে যান চলাচল স্বাভাবিক আছে।
দোকানপাট ব্যাংক বিমা সব কিছু যথারীতি খোলা রয়েছে। হরতালের পক্ষে বিপক্ষে কোন ধরনের মিছিল মিটিং কিংবা পিকেটিং করতে দেখা যায়নি। তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
নাশকতার শঙ্কায় কলাপাড়া থানা পুলিশ বিএনপি ও তার সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে আটক করেছে। আটককৃতরা হলেন মো.সেলিম শরীফ, সজীব, মো. নুর আলম, মো. সলেমান, মো. আলম তালুকদার,
মো.শাহিন হাওলাদার। এদের বাড়ি উপজেলা বিভিন্ন ইউনিয়নে। পুলিশ জানিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, মো. ইউসুফ আলী, গত বছর ডিসেম্বর মাসে বাদি হয়ে কলাপাড়া থানায় দায়ের করা মামলায় এরা সবাই আসামী।
শনিবার দিবাগত রাতে এদের আটক করা হয় বলে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ আলি আহমেদ জানান। আটককৃতদের রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল অব্যাহত রয়েছে।