More

    বাউফলে বিএনপি’র ৮ নেতাকর্মী গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধিঃ জাতীয়তাবাদী দল (বিএনপি) অবোরধ কর্মসূচিকে সামনে রেখে নাশকতা ঘটাতে পারে এমন অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮ জন বিএনপি’র নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

    রবিবার (২৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে থানা সূত্র জানিয়েছেন। গ্রেফতারকৃতদের সোমবার (৩০অক্টোবর) সকালে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

    গ্রেফতারকৃতরা হলেন, বাউফল পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার, বাউফল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ ফজলুর রহমান, কালাইয়া ইউনিয়ন বিএনপি সদস্য মোঃ নিউটন,

    সূর্যমনি ইউনিয়ন কৃষক দল সাধারণ সম্পাদক মোঃ জাফর খান, পৌর যুবদল সদস্য কামরুল ওরফে হাসিব সিপাই এবং কাছিপাড়া ইউনিয়ন বিএনপি’র নেতা খোরশেদ আলম,

    কনকদিয়া ইউয়িন বিএনপি’র নেতা আব্দুল মান্নান ও আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য বাদশা মিয়া। গ্রেফতার কৃতদেরকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

    বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক জানান, বাউফলে নাশকতা ঘটাতে পারে এমন অভিযোগে তাদের কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বদলে যাচ্ছে ‘বিপিএল’র নাম

    পেশাদার ফুটবল লিগের নাম বদলে যাচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে বদলে নতুন নাম হবে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। সম্প্রতি পেশাদার...