More

    ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল

    অবশ্যই পরুন

    ঝালকাঠি প্রতিনিধিঃ  ফিলিস্তিনের গাজায় নির্বিচারে ইসরাইলি বোমা হামলার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

    শুক্রবার (৩ নভেম্বর ) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার কুশঙ্গল ইউনিয়ন ও সিদ্ধকাঠি ইউনিয়নের যুবসমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর সভাপতি মাওলানা কেফায়েতুল্লাহ, ছাত্রলীগের সভাপতি নাজিম আহম্মেদ এবং মানপাশা জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াছুর রহমান।

    সভায় ইসরাইলি হামলা বন্ধ ও নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনা করেন মুসল্লিরা।

    একই সাথে দেশে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ফিলিস্তিনির স্বাধীন ভূমিতে পশ্চিমাদের যে বর্বর হামলাসহ গণহত্যা চলছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দল ছেড়ে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না, বিবিসি বাংলাকে রুমিন ফারহানা

    দলীয় মনোনয়ন না পেলেও দলের সাথে থেকেই রাজনীতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। দল ছেড়ে অন্য...