More

    ভোলায় মধ্যরাতে বাসে আগুন

    অবশ্যই পরুন

    ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে যমুনা এক্সপ্রেস পরিবহণ নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার মধ্যরাতে চরফ্যাশন উপজেলার বাসস্ট্যান্ডসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

    চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যমুনা এক্সপ্রেস পরিবহণ নামে ওই যাত্রীবাহী বাসটি চরফ্যাশন টু চট্টগ্রাম রুটে চলাচল করত।

    শনিবার রাত ৯টার দিকে বাসটি চট্টগ্রাম থেকে চরফ্যাশন এসে পৌঁছায়। চরফ্যাশন বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে বাসটি দাঁড়ানো ছিল। রাত ১টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...