More

    পটুয়াখালীতে ডাকাতির সরঞ্জামাদি সহ গ্রেফতার ৭ জন

    অবশ্যই পরুন

    পটুয়াখালী (প্রতিনিধি): পটুয়াখালীর বাউফলের একাধিক ডাকাতির সঙ্গে জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি রামদাসহ ডাকাতি কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

    মঙ্গলবার দিনগত রাতে মাদারিপুর, বরিশাল এবং বাউফল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

    বুধবার বিকেলে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম জানান, সাম্প্রতিক সময় বাউফল উপজেলায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটার পর পুলিশ জানতে পারে একটি ডাকাত চক্র ঢাকা থেকে হানিফ পরিবহনের বাসে করে পটুয়াখালী জেলায় আসছে।

    এসময় জেলা পুলিশের বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা পুলিশ ইনচার্জের নেতৃত্বে একটি টিম মাদারিপুর জেলার রাজৈর থানার সামনের মহাসড়কে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করে।

    তারা হলেন- বাউফলের কালাইয়া এলাকার বাচ্চু সরদার, কনকদিয়া এলাকার উজ্জল হোসেন সাহেদ, পূর্ব কালাইয়ার জুলহাস মাতব্বর ওরফে জুলফু ডাকাত এবং পিরোজুপর জেলার ইন্দুরকানি এলাকার নজরুল শেখ।

    পরে ওই চারজনের তথ্যের ভিত্তিতে পুলিশ গৌরনদীর বাটাজোর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার রনি গ্রেপ্তার করে। গাজীপুরে পুলিশের এপিসি কারে বিস্ফোরণ, পাঁচ পুলিশ আহতগাজীপুরে পুলিশের এপিসি কারে বিস্ফোরণ,

    পাঁচ পুলিশ আহত বাউফলে ভিন্ন অভিযানে গ্রেপ্তার হন- কালাইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. আমিনুল ইসলাম এবং সুমন হোসেন।

    পুলিশ সুপার জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে পিরোজপুর পৌরসভার একমাত্র...