More

    নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা খাদে পড়ে আহত ৬

    অবশ্যই পরুন

    ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা গাড়ি খাদে পড়েছে। এসময় ৬ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    ১১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের মাটিভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম গাজী বলেন, যাত্রী নিয়ে নলছিটি থেকে বারইকরন খেয়াঘাট যাচ্ছিল লেগুনা গাড়িটি।

    এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ৫ থেকে ৬ জন যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়।

    তবে গাড়িটির অনেক ক্ষতি হয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, আমাকে কেউ অবহিত করেনি। আপনার কাছ থেকেই জানতে পারলাম।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল, তামিমকে নিতে চায় নতুন ফ্র্যাঞ্চাইজি

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টানা দুই আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটির প্রতি দর্শকদের আগ্রহ ছিল ব্যাপক।...