ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা যুবলীগের দু’গ্রুপের দ্বন্দ্বে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় গ্রুপের ৫জন আহত হয়েছে। আহদের মধ্যে ৩জন বরিশাল শেরই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে এবং অপর দু’জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে শহরের পোস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করা হয়। আহতরা জানান, বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামীলীগের পক্ষে ছাত্রলীগ নেতাকর্মীরা হরতাল – অবরোধ বিরোধী মহড়া দেয়।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা সৈয়দ মিলন সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
এতে রক্তক্ষয়ী সংঘর্ষে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তরিকুল ইসলাম অপু, হারুন হাওলাদার ওরফে টাইগার হারুন, সাগর ও মামুনুর রশিদ মামুন আহত হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তরিকুল ইসলাম অপু জানান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাদিসুর রহমান মিলন ভাইর নেতৃত্বে জামায়াত বিএনপি আহুত হরতাল অবরোধ বিরোধী মহড়া শেষে ফায়ার সার্ভিস মোড় দিয়ে ডাক্তারপট্টি যাচ্ছিলাম।
পোস্ট অফিসের সামনে গেলেই আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আমরা এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, সকালে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।