স্টাফ রিপোর্টার: বিএনপি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আবারও রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
রিজভী বলেন, নির্বাচনকালীন সরকারের দাবিতে ও তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে ঢাকাসহ দেশব্যাপী রবি ও সোমবার হরতাল ঘোষণা করছি।
এর আগে, তফসিল বাতিলের দাবিতে রবি ও সোমবার হরতালের ডাক দিয়েছে গণঅধিকার পরিষদ।
গতকাল বুধবার সন্ধ্যায় ইসির তফশিল ঘোষণার পরপরই এর প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।