More

    ঘূর্ণিঝড় মিধিলি : বেতাগীতে মসজিদের ওপর গাছ উপড়ে পড়ে আহত তিন মুসুল্লি

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে মসজিদে জুম্মার নামাজের সময় ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে গাছ পড়ে তিন আহত হয়েছে।

    তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালিকাবাড়ি গ্রামের ফকিরহাট জামে মসজিদে ধর্মপ্রাণ মুসুল্লিরা নামাজ পড়তে ছিলেন।

    এসম ঘূর্ণিঝড়ের প্রভাবে মসজিদের পাশে চাম্বল গাছ ভেঙে পড়ে তিন মুসুল্লি আহত হয়েছে। আহতরা হলেন মো. কেরামত আলী , মো. ফরহাদ হাওলাদার ও মো. ফরহাদ ফকির ।

    মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন,’ জুমার নামাজ আদায়ের জন্য অর্ধশত মুসুল্লি মসজিদে আসেন।

    দুপুর ১ টা ২৫ মিনিটের সময় হঠাৎ ঝড়ে একটি চাম্বল গাছ ভেঙ্গে মসজিদের উপর পড়লে তিনজন মুসুল্লি আহত হন এবং মসজিদের টিনের ছাউনি দুমড়েমুচড়ে যায়।

    নামাজ শেষে অন্যান্য মুসুল্লিরা আহতদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে কোমর বেঁধে মাঠে নামলো জামায়াত, ব্যস্ত এমপি প্রার্থীরা

    বাকেরগঞ্জ প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় অতিবাহিত করে চলেছেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর...