More

    ঝালকাঠিতে মাহিন্দ্রা ও মোটরসাইকেল সংঘর্ষে আহত ৪

    অবশ্যই পরুন

    ঝালকা‌ঠির প্রতিনিধিঃ লকা‌ঠির নলছিটিতে মা‌হিন্দ্রা ও মটরসাই‌কে‌লের মু‌খোমু‌খি সংঘর্ষ ৪ জন গুরুতর আহত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর), রাত ৮টার দিকে নলছিটি- বরিশাল সড়কের সারদল এলাকায় মাহিন্দ্র ও মটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

     

    প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক আহতদের বরিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

    আহত মোটরসাইকেল আরোহীরা হলেন পৌরসভার শীতলপাড়া এলাকার নজরুল ইসলাম (২৫), সূর্যপাশা এলাকার সুলতান হাওলাদারের ছেলে শাকিল (৩০),

    ফেরিঘাট এলাকার ১৬ নম্বর আবাসনের সোবাহান হাওলাদারের বাক প্রতিবন্ধী ছেলে শামীম হোসেন (১১) এবং মাহিন্দ্রা ড্রাইভার বরিশালের গড়িয়ারপাড় এলাকার সুলতান হাওলাদারের ছেলে সফিক (২৬)।

    দপদপিয়া থেকে নলছিটির দিকে আসা মোটরসাইকেলের সাথে নলছিটি থেকে বরিশাল গামী বেপরোয়া গতির মাহিন্দ্রার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

    নলছিটি থানার অফিসার ইনচার্জ (ও‌সি) মো. মুরাদ আলী জানান, খবর পেয়ে নল‌ছি‌টি উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে তাৎক্ষ‌নিক অফিসার পাঠিয়ে‌ছি। অ‌ভি‌যোগ আস‌লে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হ‌বে ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবিতে মিথ্যা অভিযোগে র‌্যাগিং ৩ শিক্ষার্থী বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯...